Friday, June 15, 2018

Mobile Servicing Training Courses মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

Mobile Servicing Training Courses মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স
ইলেকট্রনিক্স Photos এর চিত্র ফলাফল


প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-
  • মোবাইল টুল বক্স,
  • হটগান,
  • এভোমিটার,
  • পাওয়ার সাপ্লাই,
  • কুইক চার্জার,
  • একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
  • লিড কয়েল,
  • রজন,
  • মেজিক তার,
  • থিনার,
  • সোল্ডারিং পেস্ট,
  • একটি টুথ ব্রাশ,
  • হিট বক্স ইত্যাদি।

মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে-

  • একটি T6
  • একটি  T4
  • একটি  star
  • একটি মাইনাস
  • দুইটা টুইজার
  • একটি নুস প্লাস
  • একটি কাটিং প্লাস ইত্যাদি।
চিত্র মোবাইল টুল বক্স-

হট গান :সোল্ডারিং ওইয়ার,তাতাল।
মোবাইল টুল বক্স এ যে সকল টুলসের পরিচয় করিয়ে দিলাম,তার কাজ হচ্ছে মোবাইলকে খুলা ও ফিটিং করা।আর হটগান এর কাজ হচ্ছে মোবাইলের আইসি উঠানো-বসানো,সোল্ডারিং,ঝালাই করা ইত্যাদি।
চিত্র হট গান-

কারেন্টঃ

মোবাইলের কাজ করতে আমাদের কারেন্ট ব্যবহার করতে হবে,তাই এ কারেন্ট সম্পর্কে আপনাদের ছোট একটা ধারণা দেয়।কারেন্ট মূলত দুই প্রকার-
  • AC-AC হচ্ছে Alternative Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরির্বতন করে চলে তাকে এসি কারেন্ট বলে।
  • DC-DC হচ্ছে Direct Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরিবর্তন
করেনা(এক মুখি হয়ে চলে)তাকে ডিসি কারেন্ট বলে।

  • মোবাইল সেটে যদি পাওয়ার না আসে তাহলে প্রথমেই চেক করব ব্যাটারি।
  • মোবাইলে চার্জ দেয়ার সময় ব্যাটারি বার ফুল দেখায়,কিন্তু চার্জার খুলে ফেললে ব্যাটারি বার খালি দেখায় তাহলে বুঝতে হবে চার্জিং আইসি খারাপ।
  • মোবাইলে চার্জ দেয়ার সময় যদি চার্জ হতে সমস্যা করে,চার্জ এক বার হয় আবার হয়না তাহলে প্রথমে চার্জার ঠিক আছে কিনা দেখব।
আপনাদের কমেন্টেই বলে দিবে আমি এই বিষয়ে সামনে টিউন করব কি না ।
ধন্যবাদ সবাইকে ।

শেয়ার করুন

0 comments: