- মোবাইল টুল বক্স,
- হটগান,
- এভোমিটার,
- পাওয়ার সাপ্লাই,
- কুইক চার্জার,
- একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
- লিড কয়েল,
- রজন,
- মেজিক তার,
- থিনার,
- সোল্ডারিং পেস্ট,
- একটি টুথ ব্রাশ,
- হিট বক্স ইত্যাদি।
মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে-
- একটি T6
- একটি T4
- একটি star
- একটি মাইনাস
- দুইটা টুইজার
- একটি নুস প্লাস
- একটি কাটিং প্লাস ইত্যাদি।
হট গান :সোল্ডারিং ওইয়ার,তাতাল।
মোবাইল টুল বক্স এ যে সকল টুলসের পরিচয় করিয়ে দিলাম,তার কাজ হচ্ছে মোবাইলকে খুলা ও ফিটিং করা।আর হটগান এর কাজ হচ্ছে মোবাইলের আইসি উঠানো-বসানো,সোল্ডারিং,ঝালাই করা ইত্যাদি।
চিত্র হট গান-
কারেন্টঃ
মোবাইলের কাজ করতে আমাদের কারেন্ট ব্যবহার করতে হবে,তাই এ কারেন্ট সম্পর্কে আপনাদের ছোট একটা ধারণা দেয়।কারেন্ট মূলত দুই প্রকার-- AC-AC হচ্ছে Alternative Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরির্বতন করে চলে তাকে এসি কারেন্ট বলে।
- DC-DC হচ্ছে Direct Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরিবর্তন
- মোবাইল সেটে যদি পাওয়ার না আসে তাহলে প্রথমেই চেক করব ব্যাটারি।
- মোবাইলে চার্জ দেয়ার সময় ব্যাটারি বার ফুল দেখায়,কিন্তু চার্জার খুলে ফেললে ব্যাটারি বার খালি দেখায় তাহলে বুঝতে হবে চার্জিং আইসি খারাপ।
- মোবাইলে চার্জ দেয়ার সময় যদি চার্জ হতে সমস্যা করে,চার্জ এক বার হয় আবার হয়না তাহলে প্রথমে চার্জার ঠিক আছে কিনা দেখব।
ধন্যবাদ সবাইকে ।
খবর বিভাগঃ
Mobile
0 comments: