Thursday, July 26, 2018

এয়ারটেলে ৮ টাকা রিচার্জ ২৫ mb ,২৫ sms এবং ২৫ মিনিট

আশাকরি সবাই ভালো আছেন। দেশের অন্যতম মোবাইল অপারেটর এয়ারটেল দিচ্ছে ৮ টাকা রিচার্জ ২৫ mb ,২৫ sms এবং ২৫ মিনিট।চলুন জেনে নেওয়া যাক অফারটি সম্পর্কে বিস্তারিত…
১.৮ টাকা রিচার্জ অফার কি ধরনের প্রোডাক্ট ?
এটি একটি কম্বো বান্ডেল অফার
২.কাস্টমার কীভাবে এই অফারটি নিতে পারবে ?
৮ টাকা রিচার্জ করার মাধ্যমে অথবা *১২১*০০০৮# নাম্বারে ডায়াল করে এই অফারটি নেওয়া যাবে
BUNDLE 8TK
৩.এই অফারটি কোন কাস্টমারদের জন্য প্রযোজ্য ?
এয়ারটেল-এর সকল প্রিপেইড কাস্টমার
৪.কাস্টমার এই অফার থেকে কী পাবে?
এই বান্ডেল থেকে কাস্টমার নিচে দেওয়া অফারগুলো উপভোগ করতে পারবে:
মূল্য (সবসহ)মিনিটএসএমএসইন্টারনেটমেয়াদ
৮ টাকা২৫( অননেট)২৫ (লোকাল)২৫ এমবি৮ ঘন্টা
৫.কাস্টমারের মেইন অ্যাকাউন্টে কি ৮ টাকা যোগ হবে ?
না। বরং কাস্টমার নিজে ডায়াল কোডের মাধ্যমে অফারটি কিনলে তার মেইন অ্যাকাউন্ট থেকে ৮ টাকা কেটে নেওয়া হবে
৬.কাস্টমার কখন এই অফার নিতে পারবে?
ক্যাম্পেইন চলাকালীন সময়ে কাস্টমার যেকোনো সময় এই অফারটি নিতে পারবে
৭.কাস্টমার কতবার এই অফারটি নিতে পারবে?
ক্যাম্পেইন চলাকালীন সময়ে কাস্টমার যতবার ইচ্ছা ততবার এই অফারটি নিতে পারবে
৮.কাস্টমার অফারটি সম্পর্কে কীভাবে জানতে পারবে ?
অফারটি কেনার পর এসএমএস-এর মাধ্যমে জানানো হবে
৯.কাস্টমার ইন্টারনেট বোনাস অফারটি সম্পর্কে কীভাবে জানতে পারবে ?
এসএমএস-এর মাধ্যমে কাস্টমারকে ইন্টারনেট বোনাস সম্পর্কে জানানো হবে
১০.কাস্টমার এই অফারের ইন্টারনেট বোনাস ব্যবহারের আগে অথবা পরে কি ধরনের ইন্টারনেট চার্জ হবে?
ইন্টারনেট বোনাস মেয়াদ শেষ হয়ে গেলে PPU/PAY এ হারে চার্জ প্রযোজ্য হবে অথবা অন্য যেকোনো ইন্টারনেট অফার নিতে পারবে
১১.কাস্টমার এই অফারের ব্যালেন্স কীভাবে চেক করবে?
*৭৭৮*৫৬# নাম্বারে ডায়াল করে অননেট মিনিট ও এসএমএস ব্যালেন্স জানতে পারবে
১২.মেয়াদ শেষ হওয়ার পর কাস্টমার ট্যারিফ কী হবে?
এই অফারের মেয়াদ শেষ হওয়ার পর কাস্টমার আগের প্যাকেজ / অফারে ফিরে আসতে পারবে

তথ্যসূত্রঃএয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট  http://www.bd.airtel.com

শেয়ার করুন

0 comments: