Friday, August 24, 2018

আপনার কম্পিউটার রিফ্রেশ করুন নিজেই তৈরী করুন Tree.

আপনার কম্পিউটার চলতে চলতে মাঝে মাঝে দূর্বল হয়ে পরে। তখন এর সমাধানে কম্পিউটার রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করার জন্য আমরা  tree নামে বিভিন্ন সফ্টওয়ার ব্যাবহার করি। এই সফ্টওয়ার আপনি নিজেই তৈরী করুন।  খুবই সোজা।  কিভাবে তৈরী করবেন বিস্তারিত নিচে দেওয়া হল।

প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো: আপনার কম্পিউটারের ডেস্কটপ পেজে প্রবেশ করুন। তারপর ফাকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করি।  একটা লিস্ট আসবে সেখানে  sortcurt লেখা একটি অপশন আছে  সেটি সিলেক্ট করি। একটি বক্স আসবে সেখানে টাইপ করি tree. এবং  next দিতে থাকি। তারপর ফিনিশ দেওয়ার পর দেখুন ডেস্কটপ এ একটি tree নামে ফাইল তৈরী হয়েছে। ব্যাস আপনার কাজ শেষ তার সেই ফাইলে ডাবল ক্লিক করুন এবং দেখুন আপনার কম্পিউটার রিফ্রেশ হচ্ছে।


শেয়ার করুন

0 comments: