1.প্রথমে আপনার ফোনের Settings অপশন এ যান।
2.তারপর About Device নামক অপশনটিতে Click করুন।
3.About Device অপশনে Click করার পর আপনি Build Number নামক অপশন পাবেন। সেই অপশনটিতে ৮ থেকে ৯ বার একটানা দ্রুত ক্লিক করুন।
4.তারপর Back বাটনে Click করুন।
5.দেখবেন About Device অপশনের উপরে Developer Mode বা Developer Option নামে নতুন একটা অপশন দেখা যাচ্ছে। সেই অপশনটাতে Click করুন।
6.Click করার পর একটু নিচে গেলে Window animation Scale, Transition animation Scale, ও animator duration scale নামক ৩ টি অপশন দেখতে পাবেন।
7.প্রত্যেকটা অপশনে Click করে Animation off অপশন Select করুন।
ব্যাস এইটুকু কাজই যথেষ্ট। এরপর দেখবেন আপনার ফোন কেমন গতিতে দৌড়ায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।
খবর বিভাগঃ
mobile tips
Tips and Tricks
0 comments: