Thursday, November 9, 2017

Microsoft Word Bangla full [Tech Mitun]

Microsoft Office 
১. এম. এস- ওয়ার্ড কি ?
আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্‌ট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত Microsoft Word কে সংক্ষেপে MS-Word বলে। তা Windows এরঅধীনে একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজপ্রোগ্রাম MS.Word দিয়ে লেখালেখির যাবতীয়কাজ ছাড়াও বিভিন্ন ধরনের Drawing এরকাজ করা যায়

২. এম. এস. ওয়ার্ড চালু করন
Start Menu বার এ ক্লিক করুন  অথবা কম্পিউটার এর
   উইন্ডোজ কী তে চাপুন ।
Programs ক্লিক করুন।
Microsoft Word ক্লিক করুন।
৩. কিভাবে লেখা নির্বাচন করা যায় ?

১. মাউস ব্যবহার কর    :
যে Text টি র্নিবাচন করতে হবে Insertion Point টি সেই  Texএর প্রথমে/শেষে Insertion Point টি টেনে নির্বাচন করতে হবে।
২. কী বোর্ড ব্যবহার করে :
যেখান থেকে Text টি নির্বাচন করতে হবেInsertion
Point টি সেই Text এর প্রথমে/ শেষে রাখতে হবে।
Shift + Arrow Key (←,↑,→,↓)

  ৪. কিভাবে কোন অপ্রযোজনীয় লেখা মুছা যায় ?

যে Text বা যে তথ্য টি মুছতে চান তা মাউস বা কী বোর্ড দিয়ে (Select / Block / Drag The Desire Textনিবার্চন করুন।
তারপর কী বোর্ড এর Delete বাটন চাপুন ।

এ অধ্যায়ে Microsoft Word এর File Manu নিয়ে আলোচনা করবো :
১. কিভাবে এম.এস. ওয়ার্ড বন্ধ করবনে ?
*  File মেনু তে ক্লিক করুন।
*  Close এ ক্লিক করুন।
Click Yes/No ( Save করতে চান তাহলে Yesআর Save করতে না চাইলে No করুন)
* কি বোর্ড শর্টকার্ট :Ctrl+F4
২. ফাইল কিভাবে সংরক্ষন করতে হয় ?
* File মেনু তে ক্লিক করুন।
* Save এ ক্লিক করুন।
Save in Box এ  কোথায় Save করবেন দেখিয়ে দিন। তারপর
  File Name Box আপনি যে নামে Save ক্লিক করতে চান সে
 নামটি লিখুন। লিখা শেষ হলে Save বাটনে ক্লিক করুন।
* কি বোর্ড এ Ctrl+S চাপলেই হবে।
৩. সংরক্ষন করা ফাইল কিভাবে খুলতে হয় ?
* File মেনু তে ক্লিক করুন ।
* Open এ ক্লিক করুন ।
আপনি যে ফাইটি খুলতে চান সেই টি Select করুন ।
তার পর Open এ ক্লিক করুন ।      
৪.কিভাবে ফাইল পুনরায় সংরক্ষন করবেন ?

* File মেনু তে ক্লিক করুন ।
Save এ ক্লিক করুন ।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl + S
৫. কি ভাবে নতুন ডকুমন্টে খুলবেন ?
*  File মেনু তে ক্লিক করুন।
*  New এ ক্লিক করুন ।( ডান পাশে এক টি নিউ New
   Document নামে বক্স আসবে )
New Document বক্স থেকে Blank Document লিখাটিতেক্লিক করুন ।

৬. একেই ফাইল অন্য নামে Save করা জন্য?
* File মেনু তে ক্লিক করুন ।
Save as এ ক্লিক করুন ।
 Save in Box এ  কোথায় Save করবেন দেখিয়ে দিন। তার পর File Name Box আপনি যে নামে পূনরায় Save করতে চান সেই নামটি লিখুন। লিখা শেষ হলে Save বাটনে ক্লিক করুন।
৮. Save As Web PageHTML এর কাজ কি?
* File মেনু তে ক্লিক করুন।
*  Save As Web Page এ ক্লিক করুন ।
>> ডকুমেন্ট ইন্টারনেট এর মাধ্যমে অন্যত্র পাঠানোর জন্য  HTML ফরম্যাটে সেভ করতে হয়।ফলে ডকুমেন্ট  একটি ওয়বে পেইজ এ পরিণত হয়।

৯. Web Page preview এর কাজ কি?
* File মেনু তে ক্লিক করুন।
*  Web Page preview  এ ক্লিক করুন ।
>> ডকুমেন্ট ইন্টারনেট এর মাধ্যমে অন্যত্র পাবলিশ করলে কেমন দেখা তা সহজেই বুঝতে পারবনে।
১১. Page setup করবেন ?
*  File মেনু তে ক্লিক করুন।
*  Page Setup এ ক্লিক করুন । তারপর আপনার প্রয়োজন
 অনুযায়ী Page টি সেটআপ করে নিন।
১২. Send to এর কাজ ?
*  File মেনু তে ক্লিক করুন।
*  Send to এ ক্লিক করুন । এই ডকুমেন্টকে অণ্যান্য প্রোগ্রামে এবং বিভিন্ন মাধ্যমে অন্যত্র পাঠানো ব্যবস্থা আছে।
১৩. কি ভাবে প্রিন্ট করার পূর্বে ডকুমন্টেটি দেখা যায় ?
File মেনু তে ক্লিক করুন ।
Print Preview এ ক্লিক করুন ।

>> ডকুমেন্ট তৈরী করে ছাপানোর পরে উহাকে কমেন দেখাবে তা প্রিন্ট করার পূর্বে দেখার জন্য ফাইল মেনুস্থ print previewঅপশানটি সিলেক্ট করতে হবে।
১৪. কি ভাবে প্রিন্ট করবেন ?
File মেনু তে ক্লিক করুন ।
Print এ ক্লিক করুন । প্রিন্ট মেনুবার আসবে।
All Page Select করে প্রিন্ট দিলে যত গুলো ডকুমেন্ট
  থাকবে সব গুলো প্রিন্ট হবে।
Current Page Select করে প্রিন্ট দিলে যে ডকুমেন্ট
    Select করবেন শুধু এই ডকুমেন্টটিই  প্রিন্ট হবে।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl +P

১৫. কি ভাবে প্রিন্ট করবেন ?
File মেনু তে ক্লিক করুন ।
Properties এ ক্লিক করুন ।
Properties থেকে আপনার ডকুমন্টের সকল বিবরন জানতেপারবেন।

১৬. Exit এর দিয়ে ডকুমেন্ট বন্ধ করা ?
* File মেনু তে ক্লিক করুন ।
Exit  ক্লিক করুন ।  
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl + F4
এ অধ্যায়ে Microsoft Word এর Edit  Manu নিয়ে আলোচনা করবো :
১. Undo Typing এর কাজ ?
Edit মেনু তে ক্লিক করুন ।
Undo Typing এ ক্লিক করুন ।
wKfv‡e ‡Kvb †jLv c~e©ve¯’vq wdwi‡q Avbv hvq?
>>ভুল ক্রমে লেখা মুছে গেলে, নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে Undo Typing ব্যবহার করে লেখা ফিরিয়ে আনা যায়।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl + Z
২. Redo Typing এর কাজ ?
Edit মেনু তে ক্লিক করুন ।
Redo এ ক্লিক করুন ।
>> সঙ্গে সঙ্গে আন্ডু করা লেখাটি বাদ দিতে চাইলে Redo এ ক্লিক করুন।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl + Z
৩. Copy  এর কাজ ?
* যে অংশ টুকু Copy  করতে চান সে অংশ টুকু
   Select করুন 
Edit মেনু তে ক্লিক করুন ।
Copy এ ক্লিক করুন ।
* এবার Copy  করা অংশ টুকু যেখানে বসাতে চান
   সেখানে Insertion Point টি রাখুন।
Edit মেনু তে ক্লিক করুন ।
* Paste এ ক্লিক করুন ।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl +V

৩. Cut  এর কাজ ?
* যে অংশ টুকু Cut  করতে চান সে অংশ টুকু
   Select করুন।
Edit মেনু তে ক্লিক করুন ।
Cut এ ক্লিক করুন ।
* এবার Cut করা অংশ টুকু যেখানে বসাতে চান সেখানে
  Insertion Point টি রাখুন।
Edit মেনু তে ক্লিক করুন ।
* Paste এ ক্লিক করুন ।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl +X
      ৪. কিভাবে সম্পূর্ন ডকুমেন্ট নির্বাচন করা যায় ?
Edit মেনু তে ক্লিক করুন ।
Select All এ ক্লিক করুন । সম্পূর্ন ডকুমেন্ট নির্বাচন
  করা হয়ে যাবে।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl +A

৫. কিভাবে নিদির্ষ্ট লেখা খুজে বের করা যায় ?
Edit মেনু তে ক্লিক করুন ।
Find এ ক্লিক করুন ।
>> What Box এ আপনি যে লেখাটি খুজছেন তা লিখে Enter চাপুন। লক্ষ্য রাখুন আপন যে শব্দটি খুজছেন সেই শব্দটি Block বা কালো হয়ে গেছে।
  ৬. কিভাবে নির্দিষ্ট পুষ্ঠায় যাওয়া যায়?
Edit মেনু তে ক্লিক করুন ।
Go to এ ক্লিক করুন ।
Go To What  বক্স থেকে Page অপশনটিSelect করুন তারপর
Page Number Box এ Page নাম্বার Typeকরে Enter চাপুন।
* কি বোর্ড শর্টকার্ট : Ctrl +G

 ৭. Object এর কাজ ?
Edit মেনু তে ক্লিক করুন ।
* Object এ ক্লিক করুন ।
>> Ms Word ডকুমেন্ট কিংবা অন্য কোন প্রোগ্রামের Object কে সনাক্ত এবং উক্ত Objectকে  Edit, Open এবং Convert করার জন্য এই অপশনের সাহায্য নিতে হয়।  

       এ অধ্যায়ে Microsoft Word এর View  Manu নিয়ে আলোচনা করবো :
১.Normal এর কাজ ?
* View  মেনু তে ক্লিক করুন ।
Normal এ ক্লিক করুন ।
>> Normal অপশনে ক্লিক করলে আপনি ডকুমেন্ট টি কে আকার দেখতে পাবেন।
২.Web Layout এর কাজ ?
View  মেনু তে ক্লিক করুন ।
* Web Layout এ ক্লিক করুন ।
>> Web Layout অপশনে ক্লিক করলে আপনি ডকুমেন্ট টি কে ওয়েব পেজ আকারে ভিউ করতে পারবেন।





৩. Print Layout এর কাজ ?
View  মেনু তে ক্লিক করুন ।
Print Layout এ ক্লিক করুন ।
>> আমরা সাধারনত যে কোন কাজPrint Layout অপশনে রেখে করে থাকি। কারন কোন পেজে ডকুমেন্ট এর কতটুকু প্রিন্ট হবে তা বুঝা যায়। 

৪. Outline এর কাজ ?
View  মেনু তে ক্লিক করুন ।
Outline এ ক্লিক করুন ।
>> Outline ভিউতে ডকুমেন্টের স্ট্রাকচার সহজেই অবগত হওয়া যায়। Outline ভিউতে Header and Footer, Page Boundaries,এবং Background প্রদর্শন করে না।
৫. Taskpane এর কাজ ?
* View  মেনু তে ক্লিক করুন ।
Taskpane এ ক্লিক করুন ।
>> মাক্রোসফট ওয়ার্ডে নাত্য দিনের কাজ সমূহ সহজে করার সুবিধার্থে কতিপয় কমান্ড টাস্কপেন অর্ন্তভুক্ত হয়েছে।
৬. Toolsbars  এর কাজ ?
View  মেনু তে ক্লিক করুন ।
Toolsbars এ ক্লিক করুন ।
>>  Toolsbars অপশনে টিক চিহ্ন দিয়ে সহজেই যে কোন Toolsbars প্রর্দশন করা যায়। যেমন : Standard, Formatting ইত্যাদি টুলবার।
৬. Ruler  এর কাজ ?
View  মেনু তে ক্লিক করুন ।
Ruler এ ক্লিক করুন ।
>>  উইন্ডোতে রুলার লুকানো কিংবা প্রর্দশন করাতে Ruler
    অপশন টি সিলেক্ট করতে হয়।
৬. Ruler  এর কাজ ?
* View  মেনু তে ক্লিক করুন ।
Ruler এ ক্লিক করুন ।
>>  উইন্ডোতে রুলার লুকানো কিংবা প্রর্দশন করাতে Ruler
    অপশন টি সিলেক্ট করতে হয়।
         ৭. Header & Footer এর কাজ ?
* View  মেনু তে ক্লিক করুন ।
* Header & Footer এ ক্লিক করুন ।
>>  ডকুমেন্ট এ পৃষ্ঠায় শীর্ষে বা পাদদেশে কিছু লেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

৮. Zoom এর কাজ ?
View  মেনু তে ক্লিক করুন ।
Zoom এ ক্লিক করুন ।
>>  Zoom অপশন টি ক্লিক করলে ডকুমেন্ট এর বিভিন্ন অংশ বড় আকারে দেখতে পারবেন ।

শেয়ার করুন

0 comments: