Wednesday, August 29, 2018

বিস্ময়কর কিশোর রিফত সারুক, নাসা’র জন্য ক্ষুদ্রতম স্যাটেলাইট তৈরি করে চমকে দিল গোটা বিশ্বকে!

বয়স খুব বেশি না,মাত্র আঠার। কিন্তু এই অল্প বয়সেই নিজের আবিষ্কার দিয়ে তাক লাগিয়ে দিল গোটা বিশ্বকে। রিফত সারুক, বাড়ি ভারতের তামিল নাড়ুর পাল্লাপতি শহরে। ছোটোবেলা থেকেই মহাকাশের প্রতি প্রবল আগ্রহ তার। এই আগ্রহ থেকেই নাসা’র কিডস ক্লাবের সদস্য হয় সে। সম্প্রতি ‘কিউবস ইন স্পেস’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল নাসা। আর সেখানেই পরিচিতি পায় রিফতের তৈরি এই ক্ষুদ্রতম উপগ্রহটি। দেখতে অনেকটা লুডোর ছক্কার গুটির মতো। মাত্র ৬৪ গ্রাম ওজন। আর খুবই হাল্কা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আজাদের নামানুসারে এই উপগ্রহটির নাম রাখা হয় ‘কালামস্যাট’। এই ছোট্ট স্যাটেলাইটি একটি ৪ ঘনমিটারের বাক্সের মধ্যে রাখা আছে।
এক সাক্ষাৎকারে রিফত জানায়,মুলত দেশিও উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই উপগ্রহটি। এটির কাঠামো তৈরি হয়েছে থ্রি-ডি প্রিন্টারের সাহায্যে, রিয়ন ফোরস’ড কার্বন ফাইবার পলিমার দিয়ে। এতে ৮ টি সেন্সর আছে যা দিয়ে পৃথিবীর ত্বরণ, ঘূর্ণন, ম্যাগনেটোস্ফিয়ারের নানা দিক পরীক্ষা করা যাবে।
নাসা সূত্রমতে, আগামী ২১ শে জুন অয়াল্পস দ্বীপ থেকে ‘কালামস্যাট’ মহাকাশে পাঠানো হবে। পুরো মিশনটি সম্পন্ন হতে ২৪০ মিনিটের মতো সময় লাগতে পারে। উপগ্রহটি মহাকাশের মাইক্রো গ্রাভিটি পরিবেশে মাত্র ১২ মিনিট থাকবে। উপগ্রহটি পাঠানোর মুল উদ্দেশ্য হল থ্রি-ডি প্রিন্টেড কার্বন ফাইবারের কর্মদক্ষতা পরীক্ষা করা।

শেয়ার করুন

0 comments: