Wednesday, August 29, 2018

হ্যাক-ফ্রি পাসওয়ার্ড চান? তাহলে অনুসরণ করুন এই ছয়টি উপায়

আজকাল সবাই সামাজিক মাধ্যম গুলোতে যথেষ্ট অ্যাক্টিভ। দিন রাত সবাই ব্যস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে নিত্য নতুন আপডেট দিতে। কিন্তু পাসওয়ার্ড চুরির ভয়ে কারো কারো রাতের ঘুম হারাম হয়ে যায়। মুখে যা বলি না কেন আমরা সর্বক্ষণ মনে ভয় থাকে এই বুঝি হ্যাকার বাবাজি পাসওয়ার্ড হ্যাক করলো, সব তথ্য লোপাট করলো।
আমরা সবাই এধরনের সমস্যায় পড়ি। কিন্তু একটু সচেতন হলেই এ সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারি।
আসুন জেনে নেই কিভাবে অ্যাকাউন্ট হ্যাক-ফ্রি রাখা যায়?
১. পাসওয়ার্ড তৈরি করার সময় বেশি চিন্তা ভাবনা করবেন না। বাছুন ইচ্ছেমত পাসওয়ার্ড।
২. বেছে নিন লম্বা পাসওয়ার্ড।মিনিমাম ১২ থেকে ১৪ ক্যারেক্টারের পাসওয়ার্ড বেছে নিন। স্পেশাল ক্যারেক্টার,অক্ষর, সংখ্যা মিশিয়ে জগাখিচুরি পাসওয়ার্ড তৈরি করুন।
৩. পাসওয়ার্ড তৈরি করার সময় শেষে বা শুরুতে বিস্ময়সুচক চিহ্ন অথবা ক্যাপিটাল লেটার রাখবেন না।
৪. অনেকেই কিন্তু কিবোর্ডের কিগুলি পর পর চেপে পাসওয়ার্ড লিখে। অথবা কিবোর্ডের কিগুলি বাম থেকে ডানে চেপে বা ডান থেকে বামে চেপে এলোমেলো ভাবে সাজিয়ে পাসওয়ার্ড লিখে।এমন ভাবে তৈরি পাসওয়ার্ড সহজে হ্যাক হয়।
৫. পাসওয়ার্ড মনে রাখতে না পারলে এমন জাগায়তে লিখে রাখুন যেন সহজে সেটা কারো চোখে না পড়ে।
৬. নিয়মিত পাসওয়ার্ড চেঙ্গ করুন। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট এ ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।কাউকে নিজের পাসওয়ার্ড বলা থেকে বিরত থাকুন।
ওপরে লেখা নিয়মগুলি মেনে চললে আপনার অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত, ব্যক্তিগত তথ্য থাকবে নিরাপদ। হ্যাকারদের পাল্লায় পড়ে আর হয়রানির শিকার হতে হবে না। নাকে তেল ঘুমাতে পারবেন নিশ্চিন্তে!

শেয়ার করুন

0 comments: