কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ জিনিস। আর কম্পিউটারে যে সমস্ত কাজ করা হয় তা আরো গুরুত্বপূর্ণ। এই কাজে মাঝে যদি আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন আপনার কেমন লাগবে।
কম্পিউটার চালু থাকা অবস্থায় মাঝে মধ্যে কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে আবার চালু হয়।
এমনটা হলে বিচলিত হয়ে পড়ার কোন কারণ নেই। হতে পারে এটা কোন সফটওয়্যারের সমস্যা অথবা কোন যন্ত্রাংশের সমস্যা। এমন আপনি নিযেই তা ঠিক করতে পারেন খব সহজেই।
কম্পিউটার হঠাৎ করে বন্ধ হওয়ার সমস্যাটি কেন হচ্ছে, তা খুঁজে বের করতে আপনাকে Windows key + R চেপে রান প্রোগ্রাম চালু করতে হবে।
এরপর রান প্রোগ্রামে sysdm.cpl লিখে ok বাটনে ক্লিক করুন অথবা ডেস্কটপে গিয়ে কম্পিউটার আইকনে কার্সর রেখে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। এখানে বাম পাশের Advanced system settings-এ ক্লিক করুন। দুই ক্ষেত্রেই সিস্টেম প্রপার্টিজ Window আসবে।
সিস্টেম প্রপার্টিজ Window আসার পর Advanced ট্যাবে ক্লিক করে Startup and Recovery বাটনের নিচে Settings এ ক্লিক করুন।
এরপর একটি নতুন Window খুললে এর মধ্যে থাকা System failure এর নিচের চেকবক্স থেকে Automatically restart অপশনটির টিকচিহ্ন উঠিয়ে দিন।
এরপর Write an event to the system log এ যদি টিকচিহ্ন দেওয়া না থাকে তাহলে টিকচিহ্ন দিয়ে ok করুন।
এখন থেকে কোন সমস্যা হলেও কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে আবার চালু (Restart) হবে না। সমস্যা হলে কম্পিউটারে কিছু লেখাসহ একটা নীল পর্দা দেখা যাবে। Microsoft এটাকে স্টপ এরর বললেও Windows ব্যবহারকারীদের মধ্যে Blue Screen of Death (BSOD) নামেই বেশি পরিচিত।
এই Blue Screen বা নীল পর্দায় ভেসে থাকা লেখাগুলো থেকেই প্রাথমিকভাবে বোঝা যাবে কম্পিউটারে আসলে ঠিক কী সমস্যা হচ্ছে।সব লেখা হয়তো পড়ে বোঝা যাবে না, কারণ এখানে অনেক কারিগরি ইনফরমেশন থাকে। তবে পর্দার ওপরের দিক থেকে দ্বিতীয় অনুচ্ছেদে বড় করে লেখাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপরের সিস্টেম গুলো ফলো করুন তাহলেই এই সমস্যা সমাধান করতে পারবেন।
0 comments: