বিশ্বের প্রথম ফাইভ-জি ফোন নিয়ে আসছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং দাবি করছেন তারাই বিশ্বের প্রথম ফাইভ জি ফোন বাজারে নিয়ে আসবে। চীনের এক মাইক্রোব্লগিং ওয়েবসাইটে এই দাবি করেছেন তিনি।
যদিও এর আগে সোশাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের অনেক অভিযোগ রয়েছে চ্যাং এর বিরুদ্ধে। লেনোভো জেড ফাইভ লঞ্চের আগে তিনি সোশাল মিডিয়ায় যে সব দাবি করেছিলেন তার কোনটাই এখনও সঠিক হয়নি। তাই বিশেষজ্ঞরা এই দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। প্রসঙ্গত স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করে ইতিমধ্যেই একাধিক স্মার্টফোন কোম্পানি ফাইভ জি ফোন বানানোর কাজ শুরু করে দিয়েছে।
এক প্রতিবেদনে জানা গিয়েছিল স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট বানানোর কাজ শুরু করে দিয়েছে কোয়ালকম। এটি ফাইভ জি ফোনের জন্য বানানো হচ্ছে। এই খবর সত্যি হলে এই বছরের শেষেই বিশ্বের প্রথম ফাইভ জি ফোন লঞ্চ হবে বলে জানিয়েছেন টেক গুরুরা।
খবর বিভাগঃ
Internet
Ma Studio Sandwip
Mobile
Technology
0 comments: