Previous
Next

সর্বশেষ

Friday, September 13, 2019

FL Studio Dj Mixar Computer Software

FL Studio Dj Mixar Computer Software

FL Studio Dj Mixar And Propesonal Recoding Computer Software


FL Studio is a piece of software designed to help you edit music with professional precision and quality. It was once known as Fruity Loops, but it has grown into an app that is capable of complete audio editing. The program is compatible with PC systems, and there are a number of benefits the software has over other music editing suites. Since the app has been around for quite some time, it has had the time needed to help it become polished and streamlined. If you've used any version of the software in the past, you'll be familiar with the round windows and green undertones. Unfortunately, those with little experience using the software may have some difficulty learning the basics. On the left side of the app is a browser window that helps you find any file. You can select from scores, ongoing projects, or preset loops. When you click on a file, a drop-down menu will appear with a list of options. The FL Studio library holds a number of files to help you create your own samples, songs, and loops. You'll also be able to take advantage of advanced plugins like Fruity Squeeze, DirectWave, and EQUO. If you're having trouble finding a tool, track, or effect in the software, you can use the Smart Search function to make the process simple. Using the original pattern window, you can edit tracks using FL Studio. Each window contains every instrument that has been selected for the track. You can create subtracts for each instrument you have selected in order to create full compilation tracks. The playlist window is divided into two separate areas for audio tracks and patterns. You can use the features of the playlist view to color your patterns with the paintbrush tool. If you have a MIDI keyboard peripheral, you can use the piano roll view to edit your tracks. The software is exceptionally useful when it comes to dealing with physical instruments since it allows for many MIDI devices to be simultaneously connected, and it supports foot pedal sustains. Those who want to be able to tweak their tracks with exquisite precision will enjoy the number of presets and mixing abilities in the software. It might be a bit tricky for new users to get accustomed to the power of FL Studio. Of course, if you have some experience with mixers or sequencers, you shouldn't have any issue picking up the subtleties of this app. Samplers and instruments in this suite all use stereo sound. The main utility of this software is beat creation. With the ability to open several windows for editing at once while using whatever editing format you prefer, you'll be able to streamline your production and creative processes. Pros Many Plugins MIDI Support Smart Search Easy-To-Use UI Multiple Mixer Presets Nearly Unlimited Editing Potential Cons Browser View Confusing For Beginners Source: https://fl-studio.jaleco.com/

কিভাবে সহজে অতি দ্রুত আপনার ফোনের হ্যাং-করার সমস্যা দূর করবেন!!! (How to get rid of your phone crushing or phone Hanging problem easily and fast in Bangla!!!)

কিভাবে সহজে অতি দ্রুত আপনার ফোনের হ্যাং-করার সমস্যা দূর করবেন!!! (How to get rid of your phone crushing or phone Hanging problem easily and fast in Bangla!!!)

আজকে আমি আপনাদের সামনে অ্যান্ড্রয়েড ফোন হ্যাং হয়ে যাওয়া বা অ্যান্ড্রয়েড ফোন Hanging থেকে বাঁচার একটি সহজ পদ্ধতি বা ট্রিক তুলে ধরবো। ট্রিক টি কয়েকটি ধাপ এ করতে হয়। নিচে ধাপগুলো তুলে ধরা হলো:

1.প্রথমে আপনার ফোনের Settings অপশন এ যান।










2.তারপর About Device নামক অপশনটিতে Click করুন।









3.About Device অপশনে Click করার পর আপনি Build Number নামক অপশন পাবেন। সেই অপশনটিতে ৮ থেকে ৯ বার একটানা দ্রুত ক্লিক করুন।









4.তারপর Back বাটনে Click করুন।
5.দেখবেন About Device অপশনের উপরে Developer Mode বা Developer Option নামে নতুন একটা অপশন দেখা যাচ্ছে। সেই অপশনটাতে Click করুন।

6.Click করার পর একটু নিচে গেলে Window animation Scale, Transition animation Scale, ও animator duration scale নামক ৩ টি অপশন দেখতে পাবেন।








7.প্রত্যেকটা অপশনে Click করে Animation off অপশন Select করুন।




ব্যাস এইটুকু কাজই যথেষ্ট। এরপর দেখবেন আপনার ফোন কেমন গতিতে দৌড়ায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।
মেগাবাইট ও মেগাবিটের মধ্যে পার্থক্য (Difference between MBps and Mbps)

মেগাবাইট ও মেগাবিটের মধ্যে পার্থক্য (Difference between MBps and Mbps)



হ্যালো বন্ধুরা।
অনেক দিন পর একটা ইনফরমেশনপুর্ন আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করি লেখাটি পরে আপনার জ্ঞানের কচকচি একটু হলেও বাড়বে।


তো আজকে আমরা জানবো মেগাবাইট (MBps) ও মেগাবিটের (Mbps) এর মধ্যে পার্থক্যটা কি।
আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন মেমরি কার্ড বা কম্পিউটারের হার্ডডিস্ক অথবা কোনো গানের সাইজ মেগাবাইটে (MBps) এ হিসেব করে থাকি। এমনকি যখন আমরা নিজেদের সিমে কখনও এমবি কিনে থাকি তাও আমরা মেগাবাইটেই হিসেব করে থাকি এবং সিম কোম্পানি মেগাবাইটেই আমাদের তা দিয়ে থাকে। মোটকথা এমবি বা এমবিপিএস বলতে আমরা সাধারণত মেগাবাইটকেই (MBps) বুঝে থাকি। অন্যদিকে মেগাবিট (Mbps) হলো কোনো কিছুর সাইজ বা স্পীড বোঝার খুব পুরনো একটি পদ্ধতি। মেগাবিট (Mbps) মেগাবাইটের চেয়ে ৮ গুন ছোট। অর্থাৎ,
৮ মেগাবিট = ১ মেগাবাইট
(8 Mbps = 1 MBps)

মেগাবিট (Mbps) মেগাবাইটের (MBps) চেয়ে পুরনো পদ্ধতি হলেও সকল ইন্টারনেট স্পীড চেকিং ওয়েবসাইট বা সফটওয়্যারগুলো (যেমন: Ookla, Fast, Google fibre, Singapore Speed test ইত্যাদি) আপনার ইন্টারনেটের স্পীড মেগাবিটেই (Mbps) মেপে থাকে।




অর্থাৎ যদি Ookla স্পীডটেস্টে আপনার স্পীড 1 Mbps (১ মেগাবিট পার সেকেন্ড ) দেখায় তার মানে হলো আপনি আসলে স্পীড পাচ্ছেন (১÷৮) = ০.১২৫ বা ১২৫ কিলোবাইট (125 KBps). আবার যদি 8 Mbps ( ৮ মেগাবিট পার সেকেন্ড) দেখায় তাহলে আসলে স্পীড পাচ্ছেন (৮÷৮) = ১ মেগাবাইট (1 MBps)।


মেগাবাইট ও মেগাবিট এর পার্থক্য চেনার উপায়: একটা বড় হাতের M আর বাকি অক্ষরগুলো ছোট হাতের হলে সেটা মেগাবিট (যেমন: Mbps). আর যদি সবগুলো অক্ষর বড় হাতের বা শুধু M ও B বড় হাতের আর সব ছোট হাতের হয় তাহলে তা মেগাবাইট (যেমন: MBps বা MBPS)


আজকে এ পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
যে কোনো ওয়েবসাইটের জন্য ১ মিনিটে এন্ড্রয়েড অ্যাপ বানিয়ে নিন।

যে কোনো ওয়েবসাইটের জন্য ১ মিনিটে এন্ড্রয়েড অ্যাপ বানিয়ে নিন।

যে কোনো ওয়েবসাইটের জন্য ১ মিনিটে এন্ড্রয়েড অ্যাপ বানিয়ে নিন।

আশা করি সবাই ভালো আছেন। আপনার ভালো থাকা জেনো আরো ভালো হয় এ জন্যই আমি মাঝে মাঝেই আপনাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় তিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হই।
আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইটকে এন্ড্রয়েড অ্যাপে রুপান্তর করবেন। এটা মোবাইল এবং পিসি থেকেও করা যাবে।  আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে যার কোনো অ্যাপ নেই অথবা যেকোনো ওয়েবসাইট কে অযাপে রুপান্তর করতে পারবেন।
এবং সেটা মোবাইলে ব্যবহারের পাশাপাশি প্লে স্টোরেও আপলোড দেয়া যাবে। পুরো প্রক্রিয়াটাই খুব সহজ ।
এ জন্য এই ওয়েবসাইটে যেতে হবে
তারপর নিচের চিত্রের মতো আসবে।

স্ক্রিনশটে দেখানো প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
১/ আপনার ওয়েবসাইটের সম্পুর্ন লিংক দিতে হবে।
২/ অ্যাপের টাইটেল বা নাম দিতে হবে।
৩/ অ্যাপের জন্য একটা লোগো বা আইকন দিতে হবে।
তারপর CREATE MY APP এই লেখাতে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে।
নৌবাহিনীতে ২০২০-বি অফিসার ক্যাডেট ব্যাচ (১ম গ্রুপ) নিয়োগ Navy Officer Cadet job circular 2019

নৌবাহিনীতে ২০২০-বি অফিসার ক্যাডেট ব্যাচ (১ম গ্রুপ) নিয়োগ Navy Officer Cadet job circular 2019


Navy Officer Cadet job circular 2019


বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি ২০২০-বি অফিসার ক্যাডেট ব্যাচে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ নৌবাহিনীতে ২০২০-বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনের সুযোগ পাচ্ছেন নারী-পুরুষ উভয়েই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনের প্রক্রিয়া। অফিসার ক্যাডেট পদের জন্য আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: ২০২০-বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনের জন্য আবেদনকারীদের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় দুটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ গ্রেড’ ও দুটি বিষয়ে ‘বি গ্রেড’ থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি গ্রেড’ অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত—এই দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।

শুধু সরবরাহ শাখায় আবেদনের জন্য আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে জিপিএ কমপক্ষে ৪.০ থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
আবেদনের জন্য আগামী ০১ জুলাই ২০২০ তারিখে আবেদনকারীদের বয়স হতে হবে ১৬.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে, তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আবেদনের জন্য নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন প্রক্রিয়া
নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আবেদনের দুটি পদ্ধতি রয়েছে। অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আবেদন ফরম পূরণ করে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীদের www.joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান দিকে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে যথাযথভাবে আবেদন ফরম পূরণ করতে হবে। যথাযথভাবে আবেদন ফরম পূরণ শেষে আবেদনকারীদের অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা (চার্জ ব্যতীত) প্রদান করতে হবে। অনলাইনে পেমেন্ট ছাড়াও আবেদনকারীরা বাংলাদেশের যেকোনো ব্যাংকে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লি., প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা এর অনুকূলে ৭০০ টাকা জমা দিয়ে পে-অর্ডার সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটারসহ ফরম কমিশন-১ এ ও পার্সোনাল ইনফরমেশন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীকালে সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনের জন্য আবেদনকারীকে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লি., প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা এর অনুকূলে ৭০০ টাকা জমা দিয়ে পে-অর্ডার বা মানিরিসিপ্ট সংগ্রহ করতে হবে। এরপর সেই পে-অর্ডার বা মানিরিসিপ্টের কপি যথাযথ ঠিকানায় দেখিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনের ফরম সংগ্রহ করতে হবে। ম্যানুয়ালি পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, মানিরিসিপ্ট এবং অনলাইনে আবেদনকৃতদের ১ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের কপি সংযুক্ত করতে হবে। অনলাইন এবং ম্যানুয়াল—উভয় পদ্ধতিতে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে এবং সংযুক্তির পূর্ণ বিবরণী সম্পর্কে জানতে নিচে থেকে বিজ্ঞাপনটি ডাউনলোড করে নিন।

নির্বাচন প্রক্রিয়া ও প্রশিক্ষণ
আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে তাঁদের বুদ্ধিমত্তা এবং ইংরেজি দক্ষতা ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর ২০১৯ এবং লিখিত পরীক্ষা ০৪ অক্টোবর ২০১৯ তারিখে উল্লিখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) কর্তৃক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীরা প্রথমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণ এবং পরবর্তীকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিডম্যানশিপ হিসেবে ১৮ মাসসহ মোট ৩ বছর মেয়াদি সফল প্রশিক্ষণ শেষ করার পর তাঁদেরকে ‘সাব লেফটেন্যান্ট’ পদে নিয়মিত কমিশন দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে বিবিএ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে।

সুযোগ-সুবিধা ও পদোন্নতি
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের অন্যান্য সুবিধার পাশাপাশি সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট পদের বেতন ও ভাতা দেওয়া হবে। পরবর্তীকালে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর তাঁদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হবে। এর বাইরে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট ও অফিসাররা বিদেশে প্রশিক্ষণ, সরকারি খরচে উচ্চশিক্ষা, বাসস্থান, সন্তানদের পড়ালেখার খরচ, চিকিৎসা খরচ ইত্যাদি সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। এ ছাড়া রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগও।


বিস্তারিত জানতে যোগাযোগ
পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩
ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫
হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫
ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

Tuesday, January 22, 2019

how to install windows 7 in laptop Bangla Videos || Ma Studio Sandwip || Technology Will Be Ours ||

how to install windows 7 in laptop Bangla Videos || Ma Studio Sandwip || Technology Will Be Ours ||

How To Install Windows On A Laptop Without Operating System Bangla || Ma Studio Sandwip || Technology Will Be Ours || Some of us might be dealing with a second hand or a hand me down laptop or a brand new purchased laptop with no OS on it. How do you go forward? This tutorial will show you how to install Windows on a laptop without an operating system. প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল টি Subscribe করুন। ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। *** Our Channel Working List: • Adobe Photoshop • Grapich Degain • Printer All Service • Video And Audio Editing • Online Tricks And Tips • Mobile Tutorial • Mobile Flash And Root • Android Apps Review • Education Service • Job Circlur • Other Video Making My Channel আপনার কোন প্রশ্নঃ থাকলে Comment করে জানান। এখানে সকল প্রকারে টেকনোলজি মোবাইল রিলেটেড সকল হেল্প দেওয়া হয়। Thnks For Watching My Videos….. 🌐 Facebook group: https://bit.ly/2FlkEa7 🌐 Facebook page: https://bit.ly/2QuZubr 🌐 My Facebook : https://bit.ly/2TEz4pY 🌐 Website : https://bit.ly/2LZjZwj 🔊 LIKE ➡ SHARE ➡ SUBSCRIBE